জনাদেশ মেনে মোদির সরে যাওয়াই ভালো

সংবাদদাতা
প্রভাত খাঁ
সময়

অষ্টাদশ সাধারণ নির্বাচনের ফল প্রকাশের পর স্পষ্ট হল জনগণের রায়৷ কেন্দ্রীয় শাসকদলের ইসবার চারশপার অসার গর্জনে পরিণত হল৷ প্রবীন প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ বলেন, সংখ্যার বিচারে এন.ডি.এ শাসন ক্ষমতায় ফিরলেও জনগণের রায়ে স্পষ্ট-দেশবাসীর বৃহত্তম অংশ মোদির প্রতি অনাস্থা জানিয়েছে৷ এবার নির্বাচনে দল হিসেবে বিজেপি নয়, মোদি সরকারের প্রচার হয়েছে৷ তাই দলের এই পরাজয়ের দায় মোদিকেই নিতে হবে৷ তাই গণতান্ত্রিক মূল্যবোধকে মর্যাদা দিয়ে মোদির সরে যাওয়া উচিত৷

শ্রী খাঁ বলেন, বিজেপি নামের কোন দল নয়, এবার বিরোধীদের সঙ্গে লড়াই হয়েছে মোদি নামের ব্যষ্টির৷ কারণ প্রচার ছিল মোদি সরকার, মোদি গ্যারান্টি, মোদিকে ভোট দিন৷ তাই পরাজয় মোদিরই৷ কারণ মোদির নেতৃত্বে সরকার গড়লেও সে সরকার হবে এন.ডি.এ সরকার৷ মোদিকে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর ক্র্যাচে ভর দিয়ে চলতে হবে৷ শ্রীখাঁ বলেন, ২০১৯-এর তুলনায় ৬০টিরও বেশী আসন মোদি হারিয়েছে৷ এমন কি মোদির গড় উত্তরপ্রদেশেও মোদির পরাজয় ঘটেছে৷ রামমন্দির, রামলালার প্রাণ প্রতিষ্ঠা কোনকিছুই মানুষের মনে রেখাপাত করেনি উত্তরপ্রদেশের ফলাফল সেটাই দেখালো৷ মোদি নিজেও গতবারের থেকে প্রায় তিন লাখ ভোট কম পেয়েছে৷ তাই গণতান্ত্রিক মূল্যবোধকে মর্যাদা দিয়ে মোদির সরে যাওয়াই উচিত৷ এন.ডি.এ সরকার হলেও প্রধানমন্ত্রীর আসনে অন্য কেউ বসুন৷