জনগণ সচেতন ও নির্ভীক হলে দেশে প্রকৃত জনগণের সরকার হবে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন প্রাউটিষ্ট শ্রীপ্রভাত খাঁ বলেন---স্বাধীনতার ৭৭ বছর হয়ে গেল, এখনও দেশে প্রকৃত জনগণের সরকার হলো না৷ গণতন্ত্র সম্পর্কে বলা হয়ে থাকে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার৷ কিন্তু ভারতে পুঁজিপতিদের অর্থেপুষ্ট রাজনৈতিক দলগুলো প্রকৃত অর্থে জনগণের স্বার্থ দ্যাখে না৷ নির্বাচনে পুঁজিপতিরা হাজার হাজার কোটি টাকা ঢালে নিশ্চয়ই জনগণের সেবার জন্যে নয়, মুনাফা লোটাই তাদের লক্ষ্য৷ তাই যে দলই ক্ষমতায় আসুক পুঁজিবাদের স্বার্থরক্ষা করে তাকে চলতে হয়৷ তাই ভারতে বিশ্বের বৃহত্তম গর্বিত গণতন্ত্র তামাসায় পরিণত হয়েছে৷ পুঁজিপতিদের কৃপার প্রসাদ পেতে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যে কোনভাবে ক্ষমতা হস্তগত করে রাখতে চায় দলগুলি৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট প্রচারে এসে উল্টো করে ঝুলিয়ে মারার বিধান দেয় কি করে? এ কেমন গণতন্ত্র!

শ্রীখাঁ বলেন--- এইসব নেতামন্ত্রীদের সাধারণ সৌজন্য বোধটুকুও নেই৷ একটা দল দশবছর শাসন ক্ষমতায় থাকার পর ভোট প্রচারে এসে কোন উন্নয়নের পরিসংখ্যান দিতে পারছে না৷ শুধু বিরোধী দলকে জেলে পুরার হুমকি, ঝুলিয়ে মারার হুমকি! এ রাজ্যের এক বিরোধী নেতার কথাবার্র্ত এমন যেন রাজ্যটা তার পৈতৃক সম্পত্তি৷

শ্রী খাঁ আক্ষেপ করে বলেন গণতান্ত্রিক শাসনব্যবস্থা সার্থক হবার প্রধান শর্তই হলো জনগণকে শিক্ষিত সচেতন হতে হবে ও সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ে সজাগ থাকতে হবে৷ ভারতবর্ষের দুর্ভাগ্য স্বাধীনতার ৭৭ বছর পরও দেশের সত্তর শতাংশ মানুষ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ে অজ্ঞ,গণতন্ত্রের অর্থই বুঝে না৷ দেশের এই পরিস্থিতি শাসক পুঁজিপতি শোষক গোষ্ঠীর সুপরিকল্পিতভাবে তৈরী করা৷ কারণ জনগণের এই অজ্ঞতার কারণে জনগণের দ্বারা নির্বাচিত সরকার পুঁজিপতিদের সেবাদাসে পরিণত হয়৷ তাই আজ অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে, ধনকুবেরদের ধনের পাহাড় বাড়ছে৷

দেশে প্রকৃত জনগণের সরকার গড়তে ও গণতন্ত্রকে সার্থক করতে হলে জনগণকে সচেতন ও নির্ভীক হয়ে বোট দিতে হবে৷ নতুবা শাসকদলের রক্তচক্ষু ও অর্থের প্রলোভনের কাছে বিকিয়ে যেতে হবে৷ ইতিমধ্যে কয়েকটি আসনে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে শাসক দলের প্রার্থীরা জয় নিশ্চিত করে৷ এখানে ভীতি প্রদর্শন ও প্রলোভনের অভিযোগ উঠছে৷ জনগণের সচেতনতা ও সাহসীকতার অভাবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র প্রহসনে পরিণত হয়েছে৷