ঝাড়গ্রামে আমরা বাঙালীর জেলা সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 ঝাড়গ্রাম, ১৫ই অক্টোবর ঃ পশ্চিম বাংলার নোতুন জেলা ঝাড়গ্রামে আমরা বাঙালীর পক্ষ থেকে  ঝাড়গ্রাম শহরে গত ১৫ই অক্টোবর রবিবার জেলা সম্মেলনের আয়োজন করা হয়৷  ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে আমরা বাঙালীর কর্মীরা উক্ত সম্মেলনে উপস্থিত হন৷ আমরা বাঙালী কেন্দ্রীয় কমিটির  পক্ষ থেকে উপস্থিত ছিলেন সর্বক্ষণের  কর্মী বিভূতি দত্ত মহাশয়৷ তিনি  উপস্থিত সকল সদস্যদের বাংলার এই চরম সংকটময় অবস্থায় আমরা বাঙালীর কেন  প্রয়োজনে এ বিষয়ে বিস্তারিতভাবে ব্যখ্যা করেন ও  সবাইকে  আমরা বাঙালীর কাজে সক্রিয়ভাবে যোগদানের  জন্য অনুরোধ জানান৷ তাছাড়া উক্ত সম্মেলনে  কেন্দ্রীয় কমিটির  ছাত্র ও যুব নেতা রাজু মান্না সমস্ত ছাত্র ও যুবকদের এই মহান পথে এগিয়ে আসতে আহবান জানান৷ সমস্ত আলোচনার পর সকলের সর্ব সম্মতি ক্রমে জেলা সচিব নির্র্বচিত হয় হরমোহন মাহাতো৷