সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ঝাড়গ্রাম, ৮ই অক্টোবর ঃ গত ৮ই অক্টোবর রবিবার নোতুন ঝাড়গ্রাম জেলার অন্তর্গত নৈহার্য গ্রামে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক থেকে আগত আমরা বাঙালী কর্মীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ উক্ত আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় মহাশয়, তিনি আমরা বাঙালী-সদস্যদের বলেন যত শীর্ঘ্র সম্ভব এই জেলায় একটি কর্মী জেলা কমিটি গঠন করে বাঙলা ও বাঙালীর স্বার্থে আমরা বাঙালীর উদ্দেশ্যেকে সফল করতে সকলকে এগিয়ে আসতে বলেন৷ শুধু জেলা নয় ব্লকে ব্লকে ও কমিটি গঠন করতে সকলকে অনুরোধ করেন৷ কেন্দ্রীয় সচিব ছাড়া ও উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সচিব শংকর প্রসাদ কুন্ডু মহাশয় ও বাঙালী ছাত্র নেতা রাজু মান্না৷