গত ৪ঠা আগষ্ট দুপুর ১২টা হাত ৫ই আগষ্ট দুপুর ১২টা পর্যন্ত ২৪ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম জেলার রামচন্দ্রপুরে আনন্দমার্গ আনন্দতীর্থ আশ্রমে৷ এই অখণ্ড কীর্ত্তনে মেদিনীপুর ডায়োসিসের বিভিন্ন স্থান হতে ভক্ত আনন্দমার্গীগণ এই কীর্ত্তনে যোগদান করেন৷ কীর্ত্তন পরিচালনা করে ডি.এস আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূত ও প্রশিক্ষণ সচিব আচার্য সৌম্যসুন্দরানন্দ অবধূত৷ কীর্ত্তন শেষে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্তিত ধর্ম,দর্শন ও কীর্ত্তন মহিমা নিয়ে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ সদাব্রত অনুষ্ঠানে ৫০০জন গ্রামবাসীকে উত্তম আহার্য্যে আপ্যায়িত করা হয়৷ যাদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষতার ফলে সমগ্র অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হয়েছিল তারা হলেন আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য কল্পনাথানন্দ অবধূত, শ্রী প্রীতিনাথ মুর্মু, হীরক মাহাত, ভগীরথ মাহাত, সত্যরঞ্জন সেনাপতি ও প্রবীর পাত্র প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়