ঝালদা, ১৭ ই অক্টোবর ঃ গত ১৭ই অক্টোবর মঙ্গলবার ঝালদায় আমরা বাঙালীর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সকাল থেকেই আমরা বাঙালীর বিভিন্ন ব্লক থেকে কর্মীরা আসতে শুরু করেন৷ সম্মেলনের শুরুতে ‘বাঙলা আমার দেশ’ প্রভাত সঙ্গীতটি সমবতে কন্ঠে পরিবেশিত হয়৷ উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাউটিষ্ট শ্রী রতন মাহাত মহাশয়৷ তাছাড়া কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সর্বক্ষণের কর্মী বিভূতি দত্ত মহাশয়৷ তিনি সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলেন বাংলার এই চরম সংকটের দিনে বাংলা ও বাঙালীর সার্থে ‘আমরা বাঙালী’র আদর্শকে যে ভাবে হোক সমাজে রূপ দেবার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান৷ সকল সদস্যদের আলোচনার শেষে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ব্যষ্টিদের নিয়ে ঝালদা জেলা কমিটি গঠিত হয় ঃ---
জেলা সচিব - পশুপতি মাহাত, যুগ্ম সচিব - রাজেশ গড়াই,কার্র্যলয় সচিব- নবকুমার সিংহ, সাংগঠনিক সচিব - ধনঞ্জয় মাহাত, উন্নয়ন সচিব - ঠাকুর দাস কিসকু, অর্থ সচিব- পাঠক মাহাত, আন্দোলন সচিব -গদাধর গড়াই, প্রচার ও জনসংযোগ সচিব-হারু মাহাত, সাংসৃকতিক সচিব - শক্তিপদ গড়াই ও শ্রীহরি কুইরী, বাঙালী মহিলা সচিব -শ্রীমতি সুজলা মাহাত , সদস্য ১) পিতাম্বর টুডু৷, ২) রমেশচন্দ্র মাঝি৷ ৩) পরমেশ্বর মাহাত৷