কালীয়াগঞ্জে প্রাউটের আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উঃদিনাজপুর জেলার কালীয়াগঞ্জ সরলাসুন্দরী স্কুলের ছাত্রদের নিয়ে গত ১৫ই অক্টোবর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয় ছিল বর্তমান সামাজিক অর্থনৈতিক সমস্যা, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও সমাধানের পথ৷ আলোচনায় অংশগ্রহণ করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ বক্তারা বলেন বর্তমান সামাজিক অর্থনৈতিক সমস্যার মূল কারণ পুঁজিবাদ আশ্রিত কেন্দ্রিত অর্থনীতি ও অপসংস্কৃতির প্রভাব৷ শিক্ষাক্ষেত্রে বর্তমান নৈরাজ্যের মূল কারণ শিক্ষায় রাজনৈতিক নেতাদের প্রভাব বিস্তার ও শিক্ষার বিষয় নির্বাচনে দলীয় মতাদর্শের প্রভাব৷ বক্তাদের আলোচনার মূল বিষয় ছিল পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রদের নৈতিক মানের উন্নতি ও চরিত্র ঘটনের প্রয়োজন৷ তাই শিক্ষাক্ষেত্রে পাঠ্যপুস্তকের পাশাপাশি ছাত্র-ছাত্রাদের আধ্যাত্মিক অনুশীলনের অবশ্যই প্রয়োজন৷  আলোচনা শেষে বেশ কয়েকজন ছাত্র আনন্দমার্গের আধ্যাত্মিক আদর্শে দীক্ষিত হয়৷ সমস্ত অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন বিশিষ্ট প্রাউটিষ্ট অরুণ দাস৷