সুদূর কানাডা থেকে নাড়ির টানে মাঝে মাঝে পড়তে আসেন হলদিয়ার নিজের স্কুলে৷ কিন্তুকে তিনি? ইনি গত ২০০০ সালে পশ্চিম বাঙলায় মাধ্যমিকে প্রথম হয়েছিল নিজের স্কুলে৷ বর্তমানে একজন গবেষক বিজ্ঞানী৷ কানাডার বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম কম্পিউটিং ও ফিজিক্স অ্যাস্ট্রোনমির অধ্যাপক৷ সেটা ২০০০ সাল৷ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট বের হতেই মেদিনীপুরের হলদিয়ার চকদ্বীপা হাইস্কুল খবরের শিরোনামে৷ রাজিবুল ইসলাম নামে এক ছাত্র এই স্কুল থেকে মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম হন৷ তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হয়ে এখন কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন কোয়ান্টাম কম্পিউটিং ও ফিজিক্স অ াস্ট্রোনমিতে৷ এবার নিজের স্কুলের পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাতে কলমে পদার্থ বিজ্ঞানের তালিম দিলেন গবেষক অধ্যাপক রাজিবুল ইসলাম৷ রাজিবুল ইসলাম কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টাম কম্পিউটিং অ্যাণ্ড ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অ্যাস্ট্রোনমির অধ্যাপক বিজ্ঞানী৷ কিন্তু শিকড়ের টান তার থেকেই গেছে৷ তাই ফিরে আসেন বারবার নিজের স্কুলে৷
চকদ্বীপা হাইস্কুলের বিবেকানন্দ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত বিজ্ঞান শিক্ষা ও উদ্বুদ্ধকরণ শিবিরে প্রধান অতিথি ছিলেন তিনি৷ সঙ্গে ছিলেন পদার্থ বিজ্ঞানের দুই অধ্যাপক কাঁথি প্রভাত কুমার কলেজের প্রদীপ্ত পঞ্চধ্যায়ী, কৌশিক নন্দ ও বিজ্ঞান সঞ্চারক ভবানীচক অঘোরচাঁদ হাইস্কুলের পদার্থবিদ্যার শিক্ষক শ্রেয়াম জানা৷ সীমাবদ্ধতা ভুলে সম্ভাবনার বিষয়ে ছাত্রছাত্রীদের বেশি করে ভাবার পরামর্শ দিলেন তিনি৷ এছাড়াও তিনি বলেন, ‘‘এই রকম শিবির চালিয়ে যেতে হবে৷ উদ্ভাবনী হতে গেলে নিজেকে প্রশ্ণ করে খুঁজতে হবে নতুন নতুন যুক্তি৷ যা একটা বহমান প্রক্রিয়া৷ কোয়ান্টাম ফিজিক্সের বিষয়েও ব্যাখ্যা দেন তিনি৷ তিনি বলেন এই পদ্ধতিতে শূন্যস্থানের মধ্যে আয়নিত পরমাণুকে বন্দি করে লেজার রশ্মি দিয়ে তাকে পরমশূন্য তাপমাত্রায় ঠাণ্ডা করে ব্যবহার করা হয়৷ কোয়ান্টাম ধর্ম৷’’ বিজ্ঞান শিক্ষার গুরুত্বের কথা বুঝিয়ে বলেন৷ দর্শকাসনে তখন শয়ে শয়ে ছাত্রছাত্রী৷ এছাড়া ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা৷ শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা মন্ত্রমুগ্দের মতো হয়ে শুণেছিলেন একদা এই স্কুলের প্রাক্তনি বর্তমানে বিজ্ঞানী ও অধ্যাপক রাজিবুল ইসলামের বক্তব্য৷
সেলাম জানাই বাঙলার কৃতি বিজ্ঞানী ও অধ্যাপক - রাজিবুল ইসলাম৷