কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার দায় রেলের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১৭ই জুন উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ১০জন যাত্রীর মৃত্যুর পর রেল বোর্ডের চেয়ার পার্সন জয়া ভার্র্ম সিন্‌হা দুর্ঘটনার দায় চাপিয়ে দিয়েছিলেন মাল গাড়ীর মৃত চালকের উপর৷ দুর্ঘটনার একমাস পর তদন্তের প্রতিবেদন জমা দিল কমিশন অব রেলওয়ে সেফটি (সি.আর.এস)৷

সি আর এস-এর প্রতিবেদনে দুর্ঘটনার দায় রেলের ঘাড়েই চাপান হয়েছে৷ প্রতিবেদনে বলা হয় মালগাড়ীর চালককে পেপার সিগন্যাল ভুল দেওয়া হয়েছিল৷ টিডি-৯১২-এর পরিবর্তে দেওয়া হয় টিএ-৯১২ যাতে গতি সীমার কোনো উল্লেখ ছিল না৷ টিডি-৯১২ পেপার সিগন্যালে গতিসীমা ১৫ কিমি উল্লেখ থাকতো৷ ট্রেন চালক ও সহচালকের কাছে প্রয়োজনে ব্যবহারের মত ওয়াকি-টকি ছিল না৷ তদন্তে আরও বলা হয়েছে ভারপ্রাপ্ত রেলকর্মীরা নিজেদের দায়ীত্ব পালন করেনি৷ সার্বিকভাবে ট্রেন পরিচালকদের অজ্ঞতাকেও দায়ী করা হয়েছে৷ লোকো পাইলট ও স্টেশন মাষ্টারদের মধ্যে বোঝা পড়ারও অভাব ছিল৷ তদন্তের সারকথা ব্যর্থ রেলওয়ে সিস্টেম৷ রেলযাত্রীদের নিরাপত্তাতেই রেলের অগ্রাধিকার--- মোদি সরকারের এই প্রচার যে কত অসার প্রতিবেদনে সেটাই উঠে এসেছে৷