গত ৩১শে জুলাই রবিবার,২০২২ রবিবার ছাতিনাকান্দি আনন্দমার্গ প্রাইমারী স্কুলে রেণেসাঁ আর্টিস্টস এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের কান্দি শাখার উদ্যোগে হয়ে গেল বাৎসরিক সাহিত্য সম্মেলন মঞ্চে উপবিষ্ট সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও রাওয়ার সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে আচার্য বিশ্বোত্তরানন্দ অবধূত, বিশ্বপরিব্রাজক আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য বাণীব্রত ব্রহ্মচারী ও সাক্ষীগোপাল দেব৷ এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট কর্মী শ্যামল সরকার ও সাহিত্য সমালোচক শ্রীপ্রভাত কুমার চন্দ্র প্রথমে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত অতিথিদের বরণ করে স্কুলেরই ছাত্রা অহনা প্রামানিক এরপর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করা হয়৷ স্বাগত ভাষণ দেন শ্রীসাক্ষীগোপাল দেব৷ সুমধুর প্রভাতসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাওয়া শিল্পী রূপম ব্যানার্জী, তবলায় সহযোগিতা করেন সঞ্জীব চৌধুরী৷ অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট শিক্ষাবিদ ও কান্দি রাজ কলেজের প্রাক্তন অধ্যাপক প্রয়াত বিদিত কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে একমিনিট নীরবতা পালন করা হয়৷ এরপর শুরু হয় মূল অনুষ্ঠান৷ উপস্থিত কবিদের সুন্দর সুন্দর কবিতা পাঠ শ্রোতৃবৃন্দ মুগ্দ হয়ে শোণেন৷ বিশ্বপরিব্রাজক প্রবীন সন্ন্যাসী আচার্য প্রসূনাননন্দ অবধূত ‘‘রেণেশাঁ ও মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার তথা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বহুমুখী প্রতিভা ও সমাজে তার অবদানের বিস্তারিত ব্যাখ্যা করেন৷ যা উপস্থিত শ্রোতাগণ মনোযোগ দিয়ে শোণেন৷ অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শ্রীমানস ঘোষ ও শ্রী শঙ্খদীপ দেব৷ অনুষ্ঠানে রাওয়ার কান্দি শাখার পক্ষ থেকে নব্যমানবতাবাদী বাৎসরিক সাহিত্য পত্রিকা ‘সমিধ’ প্রকাশ করা হয়৷ যাদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হতে পেরেছে তারা হলেন শ্রী কৃষ্ণচন্দ্র ঘোষ, প্রসেনজিৎ দাস, দীপঙ্কর পাল, দেবাশিষ গাঙ্গুলী, অমিত গাঙ্গুলী প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়