কান্দিতে আনন্দমার্গের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কান্দি ঃ আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় শাখার পক্ষ থেকে গত ২৪শে সেপ্ঢেম্বর কান্দি (মুর্শিদাবাদ) আনন্দমার্গ স্কুলে স্থানীয় দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ৷ প্রায় ২০০ জন পুরুষ-মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন  আনন্দমার্গের মুর্শিদাবাদ জেলার ভুক্তিপ্রধান অংশুমান ঘোষ, স্থানীয় আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য বিশ্বোত্তরানন্দ অবধূত, কৃত্তিলাল ঘোষ, মানস ঘোষ,প্রভাত চন্দ্র চন্দ্র প্রমুখ৷ 

নিউব্যারাকপুর ঃ গত ২৭ শে সেপ্ঢেম্বর  নিউব্যারাকপুর আনন্দমার্গ আশ্রমে ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের  নিউব্যারাকপুর শাখার তরফ থেকে  ৫০ জন দুঃস্থ মহিলারা মধ্যে নূতন  বস্ত্র  বিতরণ করা হয়৷  ওই মহিলাদের হাতে নূতন বস্ত্র তুলে দেন  আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য বোধিজ্ঞানানন্দ অবধূত, শ্রী সন্তোষ বিশ্বাস, অরবিন্দ কর,দিলীপ বিশ্বাস,মোহন অধিকারী, মিন্টু বিশ্বাস, বিথিকা বিশ্বাস, অবধূতিকা আনন্দ নীতিসুধা আচার্য প্রমুখ৷ বস্ত্র বিতরণের পর নারায়ণ সেবার আয়োজন করা হয় ও শতাধিক ব্যষ্টিকে মধ্যাহ্ণ ভোজে আপ্যায়িত করা হয়৷