কান্দীতে আনন্দমার্গীয় প্রথায় বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই জানুয়ারী,২৩ মুর্শিদাবাদ জেলার কান্দিতে আনন্দমার্গীয় প্রথায় চর্যাচর্য অনুসারে এক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ছাতিনা কান্দি নিবাসী শ্রী সাক্ষীগোপাল দেব ও শ্রীমতি তারাময়ী দেবের জ্যৈষ্ঠ পুত্র শ্রী শঙ্খদ্বীপ দেবের সঙ্গে শ্রী চিত্তরঞ্জন দাস ও শ্রীমতি ছন্দা দাস-এর জ্যৈষ্ঠ কন্যা অনন্যা দাসের শুভপরিণয় সুসম্পন্ন হয়৷ উভয়পক্ষের অভিভাবক ও অতিথিবৃন্দের উপস্থিতিতে আনন্দমার্গের বিশ্বপর্যটক সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত ও সন্ন্যাসিনী আনন্দ তপারতী আচার্যা বিবাহের পবিত্র মন্ত্র উচ্চারণ ও শপথের মাধ্যমে পাত্র-পাত্রীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন৷ অনুষ্ঠানে ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন ও সাধনা শেষে আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ পদ্ধতির বৈশিষ্ট্য সম্বন্ধে মূল্যবান বক্তব্য রাখেন শ্রদ্ধেয় আচার্য প্রসূনানন্দ অবধূত৷