কাঁচাপাটের সর্বনিম্ন মূল্য নির্ধারণের দাবী কর্ষক সমাজের

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কাঁচা পাটের সর্বচ্চ মূল্য নিয়ে বিরোধ বেঁধেছে জুট কর্র্পেরেশন ফাঁকা পাটের সর্বোচ্চ মূল্য ঠিক করে দিয়েছে ৬৫০০ টাকা৷ কিন্তু তাতে আপত্তি তুলে জুটমালিকদের দাবী হয় কাঁচা পাটের মূল্য বাজারের হাতে ছেড়ে দিতে হবে, অথবা ৭২০০ টাকা পাটের সর্র্বেচ্চ মূল্য ঠিক করতে হবে৷ তবে জুট কমিশনার মালিক পক্ষের দাবী মানতে নারাজ৷ কমিশনের পক্ষে যুক্তি কাঁচা পাটের সর্র্বেচ্চ মূল্য নির্র্দ্ধরণ করা সম্ভব নয়৷ তাছাড়া কমিশনের ধারনা কাঁচা পাটের দাম বাড়িয়ে মালিকপক্ষ পরবর্তীতে বস্তার দামও বাড়িয়ে দেবে৷

আমরা বাঙালী নেতা খুশীরঞ্জন মণ্ডল পাটের সর্বচ্চমূল্য নির্র্দ্ধরণ চরম বিরোধিতা করেন৷ তাঁর দাবী সর্বচ্চ নয় কাঁচাপাটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করতে হবে কৃষিকে শিল্পের সমান মর্যাদা দিয়ে৷ তিনি বলেন--- পাটের সর্র্বেচ্চ মূল্য নির্দ্ধারন করে ফোড়ে ও মালিকদের মুনাফা লোটার সুবিধে করে দেওয়া হয়৷ যেভাবে শিল্পে উৎপাদিত পণ্যের  মূল্য নির্র্দ্ধরন করা হয় একইভাবে পাটের বীজ সার কৃষি শ্রমিকদের মজুরী জমির মূল্য মান সহ সমস্ত খরচ ধরে কাঁচা পাটের সর্বনিম্ন মূল্য নির্ধারন করতে হবে৷ যার কমে কর্ষকের কাছ থেকে পাট কেনা যাবে না৷ খুশীরঞ্জন মণ্ডল জানান তাঁরা কর্ষক সমাজের  সঙ্গে আলোচনা করে শীঘ্রই কাঁচাপাটের সর্বনিম্ন মূল্য নির্ধারন ও অন্যান্ন দাবী নিয়ে আন্দোলনে নামবেন৷