১৮ই জুন,২০২৪ আনন্দমার্গ ইউনিটের ঘটনা-দুর্ঘটনার ঘনঘটা ক্রমান্বয়ে কাটিয়ে ইউনিটের সকল মার্গীগন ঐক্যবদ্ধভাবে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল গত কয়েকমাস৷ নিয়মিত ধর্মচক্র, মার্গীদের বাড়িতে বাড়িতে মাসিক তিন ঘণ্টা অখন্ড ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন সহ আধ্যাত্মিক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেবা কার্য সহ মার্গীয় নানান অনুষ্ঠান নিয়মিত আয়োজিত হয়ে আসছিল৷ ‘হরি পরিপন্ডল’, কাঁথি ইউনিট সবেমাত্র রেজিস্ট্রেশন এর প্রস্তুতি নিচ্ছিল৷ ইতঃবসরে এক অত্যন্ত গভীর শোকের ছায়া নেমে আসে সকল মার্গীমহলে৷ গত ১৭ই জুন (সোমবার) রাত্রিতে ইয়ূনিটের কার্যকরী সম্পাদক বিশিষ্ট আনন্দমার্গী শিক্ষক বিদ্যাসাগর মাহাত ও মনোরমা মাহাত মহাশয়ার একমাত্র পুত্র সকলের প্রিয় ও কাঁথি হরি পরিমন্ডল গোষ্ঠীর অন্যতম কীর্ত্তনীয়া ও খোল বাদক শুদ্ধসত্ত্ব মাহাত’র (বয়স- ১৮) আকস্মিক প্রয়াণ হয়৷ আনন্দমার্গ চর্যাচর্য মেনে ডীট সম্পাদক আচার্য সুবোধানন্দ অবধূত মহাশয়ের উপস্থিতিতে প্রয়াত কিশোরের অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ পরমপুরুষের ক্রোড়ে সে যেন চিরাশ্রয় লাভ করে সকলেই সে মিনতি করে৷ প্রসঙ্গত মাহাত দম্পতির যমজ কন্যা সন্তানের জ্যেষ্ঠ কন্যা মনিকা মাহাত (বয়স ১৬) গত ২০১৩ সালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে প্রয়াত হয়৷ একের পর এক সন্তান হারানোর শোকে ইয়ূনিটের সম্পাদক শুভেন্দু ঘোষ, ভজহরি বর্মন, দীপ্তেন্দু জানা সহ সকল মার্গীগণ ও সন্ন্যাসীগন শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়