কাঁথিতে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই আগষ্ট পূর্বমেদিনীপুর ভুক্তি কাঁথি শহরের কুমারপুরের প্রয়াত বিশিষ্ট আনন্দমার্গী বঙ্কিম বেরার বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্‌’ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিবেশন করেন আচার্য প্রাণাধীষানন্দ অবধূত, বিদ্যাসাগর মাহাত,ভজহরী বর্মন, শুভেন্দু ঘোষ, অভিজিৎ গুছাইত, শিউলি বেরা প্রমুখ মার্গী ভাই বোনেরা৷ স্থানীয় মার্গী ভাইবোন ছাড়াও বহু স্থানীয় মানুষ কীর্ত্তনে যোগ দেন৷ কীর্ত্তনশেষে কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করা হয়৷