লেখক
কৌশিক খাটুয়া
১
লাল পাখীটা সবুজকে কয়
নেবেন নাকি ঘরভাড়া
আলো বাতাস ভালোই খেলে
রাত্রিতে রয় পাহারা৷
সবুজ বলে অমি রাজি
চাইনা পৃথক কামরা,
একই ঘরে বাকি জীবন
থাকতে পারি আমরা৷
এই ভাবেতে সবুজ-লাল
কাটিয়ে দিল জীবনকাল,
বর্ণভেদ চিন্তাধারায়
মানুষের কি করুন হাল!
২
একাই বানায় নিজের আবাস
সাবাস পক্ষী সাবাস!
কষ্ট করে জোগাড় করে
ডাল, পালা, খড়, ঘাস৷
যদি দুর্যোগ নেমে আসে
ভূমিকম্প বা প্রলয়,
ঝড় বৃষ্টিতে কড়কাপাতে
এক নিরাপদ আশ্রয়!
- Log in to post comments