কৌশিক খাটুয়ার কবিতা

লেখক
কৌশিক খাটুয়া

সৌন্দর্যবোধ

সৌন্দর্যবোধ,

সে তো মানুষের অনুভূতি

সেই দৃষ্টি হতে মানুষ

গড়ে থাকে প্রীতি,

সকল প্রাণের মাঝে

সুধা ভরা যে বিরাজে,

জীব জড়, তরুলতায়

তাঁর প্রেমময় উপস্থিতি৷

পক্ষী

প্রেমের বার্তা বয়ে নিয়ে যায়

বিশ্বের দরবারে

দুঃসাহসের ডানা মেলে

দেশ হতে দেশান্তরে৷

 

পক্ষীকুলের নাইকো ছুটি

ছেড়ে যেতে হয় ঘর,

নিয়ম বেঁধে আকাশে ওড়া

ঝাঁকে ঝাঁকে পরস্পর৷