কৌষিকী নৃত্য দিবস ও জন্মদিন পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরের বিভিন্ন স্কুলে ও শিশু সদনে কৌষিকী নৃত্য দিবস পালিত হয়৷ কৌষিকী নৃত্যের উপকারিতা ব্যাখ্যা ও অনুশীলন করা হয়৷

গত ৬ই সেপ্ঢেম্বর,২৩ প্রতিবৎসরের ন্যায় জন্মাষ্টমী উপলক্ষ্যে গুড়িডি আনন্দমার্গ জাগৃতি ভবনে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন  ‘বাবা নাম কেবলম্‌’ মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদান, স্বাধ্যায় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ অখণ্ড কীর্ত্তন শেষে জাগৃতি ভবন থেকে গুড়িডি মৌজার  কুন্তী ও দক্ষিণা নদীর সংযোগস্থল তথা পশ্চিম রাঢ়ের মধ্য বিন্দু যেখানে তারকব্রহ্ম সদাশিব, শ্রীকৃষ্ণ ও আনন্দমূর্ত্তিজীর চরণ স্পর্শে ধন্য ভূমিতে মিলিত ঈশ্বর প্রণিধান, বর্ণার্ঘ্যদানের  পর ওখানেই মিলিত আহার করা হয়৷

৬ই সেপ্ঢেম্বর,২৩ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোড নিবাসী সৌগত ও সুনীতার একমাত্র কন্যা সন্তান চিরস্মিতার জন্মদিন উপলক্ষ্যে উমা নিবাস গার্লস হোমের ছাত্রাদের মধ্যাহ্ণভোজনের আয়োজন করা হয়৷