কৌশিকী নৃত্য প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই সেপ্ঢেম্বর কৌশিকী দিবস উপলক্ষ্যে কেরানীটোলা আনন্দমার্গ সুকলের অভিভাবিকা ও অন্যান্য মহিলা আনন্দমার্গীদের মধ্যে কৌশিকী নৃত্যের প্রতিযোগিতা হয়৷ এই কৌশিকী নৃত্য প্রতিযোগিতা পরিচালনা করেন  মহিলা সমাজ কল্যাণ বিভাগের পক্ষে শ্রীমতি শিপ্রা সাউ৷ এই প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হন যথাক্রমে অনিন্দিতা মাহাত, -শিবানী মাহাত ও  কাজল পলমল৷ তাঁদের পুরস্কার দেওয়া হয়৷ কৌশিকী নৃত্যে অংশগ্রহণকারী অন্যান্যদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়৷