সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৬ই সেপ্ঢেম্বর আনন্দনগরের বিভিন্ন কেন্দ্রে কৌশিকী ও তাণ্ডব নৃত্যের প্রারম্ভিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৮ই সেপ্ঢেম্বর,২২ ৰাৰা স্মৃতি শৌধে৷ কৌশিকী নৃত্য মুখ্যতঃ মহিলাদের৷ যে মহিলারা এই নৃত্য নিয়মিত অভ্যাস করবেন তারা ২২ রকমের রোগ থেকে উপকৃত হবেন৷ পুরুষরাও অভ্যাস করলে উপকৃত হবেন, তবে তাণ্ডব নৃত্য একমাত্র পুরুষদেরই৷ তাণ্ডব নৃত্য পুরুষদের মস্তিষ্কের প্রভুত উন্নতি ঘটায়৷ তাছাড়া পুরুষরা নীরোগ হয়,পৌরুষত্ব ও ব্যষ্টিত্ব জাগায়৷ প্রতিযোগিতা শেষে চন্দ্রকোণা রোডের সুনীতা ও সৌগত নায়কের তরফে তাঁদের একমাত্র কন্যা ‘‘চিরস্মিতার’’ ষষ্ঠতম জন্মতিথি উপলক্ষ্যে আনন্দনগর শিশু সদনের ছেলে মেয়েদের জন্যে মধ্যাহ্ণ ভোজের আয়োজন করা হয়৷