কেন্দ্রীয় অর্থনীতি ব্যবস্থা বাতিলের দাবী আমরা বাঙালীর

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রবীন আমরা বাঙালী নেতা খুশীরঞ্জন মণ্ডল বলেন--- শাসক ও পুঁজিপতি গোষ্ঠীর মধ্যে আর্থিক লেন-দেনের অভিযোগ আমরা বাঙালী দীর্ঘদিন ধরে করে আসছে৷ আজ সুপ্রীম কোর্টের কঠোর পদক্ষেপে নির্বাচনী বণ্ড প্রকাশ হওয়ায় আমরা বাঙালীর অভিযোগ সত্য প্রমাণিত হলো৷ প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের আবাজও ফাঁকাবুলি৷ পুঁজিপতিরা অর্থবিনিয়োগ করে মুনাফা লোটার জন্যে সে ব্যবসায় হোক আর রাজনীতিতে হোক৷ অর্থের বিনিময়ে রাজনৈতিক দলগুলোকে কবজায় এনে দেশীয় পুঁজিপতি গোষ্ঠী অর্থনীতির সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতাকেও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে৷ তাই এই সরকার জনস্বার্থের পরিপন্থি৷ এই সরকারের দ্বারা জনগণের সার্বিক কল্যাণ কখনই সম্ভব নয়৷ শ্রীমণ্ডল বলেন--- অর্থনীতিকে যদি সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণের স্বার্থে বিকশিত করতে হয় তবে অবিলম্বে কেন্দ্রীয় অর্থনীতি ব্যবস্থাকে বাতিল করে প্রাউট নির্দেশিত পথে ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা গড়ে তুলতে হবে৷ প্রাউটের এই বিকেন্দ্রিত অর্থনৈতিক পরিকল্পনাই পুঁজিপতি গোষ্ঠীর ঔপনিবেশিক, সাম্রাজ্যবাদী ও ফ্যাসিষ্ট শোষণের অবসান ঘটাবে৷ এর জন্যে প্রয়োজন উন্নত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস৷