সংবাদদাতা
পি.এন.এ>
সময়
কেন্দ্রীয় মন্ত্রিসভাতে বড় রকমের রদ বদল করা হল ৷ এই রদ বদলে বিশেষ চমক হ’ল, প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হ’ল নির্মলাসীতা রামনকে ৷ স্বাধীনতা লাভের পর এই নিয়ে দ্বিতীয়বার কোনো মহিলাকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হ’ল৷ এর আগে প্রাক্তণ প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী প্রতিরক্ষা মন্ত্রককে নিজের হাতে রেখেছিলেন৷
অন্যান্য প্রধান রদ বদলের মধ্যে হ’ল সুরেশ প্রভুর জায়গায় রেলমন্ত্রী হলেন পীযুষ গোয়েল, গঙ্গা সংস্কার মন্ত্রক উমাভারতীর হাত থেকে নিয়ে দেওয়া হ’ল নীতীন গড়গড়িকে৷
সবচেয়ে উল্লেখযোগ্য সদ্য বিজেপিতে যোগদান করা নীতীশ কুমারের দলের ভাগ্যেও কেন্দ্রীয় মন্ত্রীত্বের শিকা ছিঁড়লো না৷