কী আলো জ্বেলেছ

লেখক
রামদাস বিশ্বাস

কী আলো জ্বেলেছ আমার চোখে৷

কী সুধা ভরেছ মম হৃদি-কোরকে৷৷

সে আলো চলে ধেয়ে সে সুধা ধারা বেয়ে

অন্তবিহীন পথে তব সুরলোকে৷৷

সুধা পান ক’রে মন উচ্ছ্বল অনুক্ষণ

ভাবলোকে নাচে সদা মহাপুলকে৷৷

তুমি আমায় রাখলে সুখে

রাসবিহারী বন্দ্যোপাধ্যায়

তুমি আমায় রাখলে সুখে ভয় করি যে আমি,

ইচ্ছে মত দুঃখ দিও ওগো জীবন স্বামী৷

অহঙ্কারে অন্ধ হয়ে সুখ চেয়ে দিন গেল বয়ে

পথের মাঝে পথ হারিয়ে চলা যে যায় থামি৷

তুমি যখন আঘাত কর আমায় ভালোবেসে

আড়াল টুটে তখন তুমি সামনে দাঁড়াও এসে৷

হারিয়ে যাওয়া পথের রেখা

চোখের জলে পাই যে দেখা

তোমার সাথে দুঃখের রাতে

আবার পথেই নামি৷