কিছু ভাল অভ্যাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
  •           সকলে খালি পেটে জল খাওয়া উচিত ৷ 
  •           রোজ প্রাতরাশে ও মধ্যাহ্ণ ভোজনের পর কিছু ফল খাওয়া ভাল ৷ 
  •           খাওয়ার শেষে কিছু টক দই বা ঘোল খাওয়া শরীরের পক্ষে উপকারী৷
  •           সকাল ও বিকেলে কম পক্ষে আধ ঘন্টা হাঁটা উচিত৷ 
  •           পারতপক্ষে দিনে না ঘুমোনো ও বেশী রাত না জাগা উচিত৷
  •           রাতের খাবার ৮-৯টার মধ্যে খেয়ে নেওয়া ভাল৷