কীর্ণাহারে শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  শুভ পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সাইথিয়া ঃ গত ৫ই অক্টোবর বীরভূম জেলার  কীর্র্ণহারে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  শুভপদার্পন  করেছিলেন ও ধর্মমহাচক্রে প্রবচন  দিয়েছিলেন৷  এই শুভ দিনটিকে  স্মরণ করে কীর্র্ণহার আনন্দমার্গ সুকলের  বীরভূম জেলার  বিভিন্ন এলাকা থেকে ভক্ত আনন্দমার্গীরা এখানে সমবেত হয়ে অখন্ড কীর্ত্তণ, মিলিত সাধনা, স্বাধ্যায় ও গুরুপূজায় অংশগ্রহন করেন৷  এরপর ওই দিনকার  স্মৃতিচারণ  করেন প্রবীণ আনন্দমার্গী সনৎ দত্ত৷  তিনি বলেন, বর্তমানে ধর্মের নামে মানুষ অজস্র ধরণের কুসংস্কার, অন্ধবিশ্বাস মেনে চলে৷ মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সমস্ত কুসংস্কার, অন্ধবিশ্বাস তথা ডগমার ঘোরতর বিরোধী৷ তিনি বলেন, সমস্ত মানুষের এক ধর্ম---তা হল মানবধর্ম বা ভাগবত ধর্ম৷ সমস্ত মানুষের এক জাতি৷ আনন্দমার্গে কোনও জাত-পাত বা সম্প্রদায়গত বিভেদ মানা হয় না৷ এছাড়াও  বক্তব্য রাখেন  আচার্য-সৌম্যসুন্দরানন্দ অবধূতআচার্য মিতাক্ষরানন্দ অবধূত, মানবেন্দ্র নাথ ঘোষাল , রবি ঘোড়াই প্রমুখ ৷  মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  মহান্  আদর্শকে বাস্তবায়িত করে এক আধ্যাত্মিকতা ভিত্তিক আদর্শ মানব সমাজ গড়ার জন্যে সবাই সংকল্প  গ্রহণ করেন৷  অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী কেশবচন্দ্র সিন্হা মহাশয়৷