কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই জানুয়ারী টাটানগর ডায়োসিসের ইষ্ট সিংভূম ভুক্তির অন্তর্গত পটমদা ব্লকের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী পূর্ণচন্দ্র মাহাতর নিজ বাসভবনে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে বহু মার্গী ভাইবোন ছাড়াও বহু মানুষ অংশগ্রহণ করেন৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন টাটানগরের ডি.এস.  আচার্য মহীদেবানন্দ অবধূত৷ অনুষ্ঠানে সকলে মিলিত আহারে অংশগ্রহণ করেন৷