কীটনাশক পাওয়া গেল মাতৃদুগ্দে! লখনউ হাসপাতালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য - ১১১জন সদ্যোজাত শিশুর রহস্যমৃত্যু ১০মাসে উত্তর প্রদেশের মহারাজগঞ্জে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ১০ মাসে ১১১জন শিশুর রহস্য মৃত্যু হয়েছে উঃপ্রদেশের মহারাজগঞ্জে৷ এত সংখ্যক শিশুর মৃত্যুর প্রকৃত কারন জানতে সরকারীস্তরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ এরই মধ্যে লখনউয়ের ক্যুইন মেরী হাসপাতালের গবেষণায় চাঞ্চল্যকর রিপোর্টে সামনে এল৷ গবেষকদের দাবী অনুযায়ী মাতৃদুগ্দে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিকের সন্ধান মিলেছে৷ শিশু মৃত্যুর বাড় বাড়ন্তের পেছনে তা অন্যতম কারণ হতে পারে৷

ওই অঞ্চলের ১০০ জন মহিলা ও তাদের খাদ্য নিয়ে গবেষণা করেন ক্যুইন মেরী হাসপাতালের অধ্যাপক সুজাতাদেব, চিকিৎসক আববাস আলি মেহেন্দী ও নয়না বেদী৷ গবেষনার তথ্য অনুযায়ী নিরামিশাষী  ও আমিষ ভোগী উভয় মহিলাদের স্তনদুগ্দেই ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে৷ বর্তমানে কৃষিকাজে লাগামহীনভাবে ব্যবহার হচ্ছে কীটনাশক ও রাসায়নিক৷ আবার দুধ ও মাংসের পরিমান বাড়াতে খামারগুলিতে পোষ্যদের শরীরে বিশেষ ইঞ্জেকশন দেওয়া হচ্ছে৷ খাবারের মাধ্যমে সেইসব ক্ষতিকর রাসায়নিক ঢুকছে অন্তঃসত্ত্বা মায়েদের শরীরে৷ মাতৃদুগ্দের মাধ্যমে এই কীটনাশক ও রাসায়নিক সদ্যোজাতদের শরীরে প্রবেশ করে তাদের বড় সড় ক্ষতি করছে৷