কলিকাতা উচ্চ আদালতে বাংলায় কথা বলে ক্ষমাপ্রার্থী আইনজীবী - বাংলায় সওয়ালের পক্ষে বিচারপতি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কলিকাতা উচ্চ-আদালতে বাংলা ভাষায় সওয়ালের  পক্ষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন এলাহাবাদ উচ্চ আদালতে মামলা চলাকালীন আইনজীবী ও বিচারপতি উভয়েই তাদের মাতৃভাষা হিন্দিতে কথা বলেন৷ তাহলে এখানে কেন বাংলায় বলা যাবে না?

গত ১৫ই জানুয়ারী নিজের এজলাসে বসে কথা প্রসঙ্গে বলেন  তাঁর এজলাসে সওয়ালের সময় বাংলায় বলা যাবে৷ ব্রিটিশ রাজ শেষ হলেও আজও কোলকাতা উচ্চ আদালতে ব্রিটিশরাজ ভাষা ইংরেজীতেই যাবতীয় কাজ হয়৷ শ্রী গঙ্গোপাধ্যায় বলেন--- আমার সঙ্গে যে যে ভাষায় কথা বলবেন---ইংরাজীতে বললে আমিও ইংরাজীতে বলবো, বাংলায় বললে আমিও বাংলায় বলবো৷

তিনি জানান--- একদিন তাঁর এজলাসে এক আইনজীবী বাংলা বলে পরে ক্ষমা চেয়ে নেন৷ শ্রী গঙ্গোপাধ্যায় বলেন--- বাংলা বলে আবার ক্ষমা চাইতে হয়? যে দেশে নিজের মাতৃভাষা বলে ক্ষমা চাইতে হয় সে দেশের অবস্থা খুব খারাপ৷ আইনজীবী ও বিচারপতিদের কথাবার্তা মামলা করতে আসা অনেক সাধারণ মানুষ বুঝতেই পারে না৷ এলাহাবাদে যদি হিন্দি বলা যায় এখানে কেন বাংলা বলা যাবে না, আইনজীবী বিচারপতি বাংলায় কথা হলে মামলাকারীরাও সহজে বুঝতে পারবে তার মামলার বিষয় ঠিকমত উপস্থাপিত হচ্ছে কি না৷ অনেক আইনজীবীও বাংলায় বলার অনুমতি পেলে তারাও মামলাকারীর মামলার বিষয়টি ঠিকভাবে উপস্থাপিত করতে পারবেন৷