কলকাতা ফুটবল লিগের সূচি ঘোষণা করে দিল আইএফএ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

শনিবার রাতের দিকে সূচি ঘোষণা করে দেওয়া হয়৷ উদ্বোধনী ম্যাচেই নামছে কলকাতার এক প্রধান মহমেডান৷ উয়াড়ির বিরুদ্ধে খেলতে নামবে তারা৷ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা থেকে শুরু ম্যাচ৷ তার আগে উদ্বোধনী অনুষ্ঠানেরও আয়োজন করেছে আইএফএ৷ বাকি দুই প্রধানের মধ্যে আগে নামছে ইস্টবেঙ্গল৷ ৩০ জুন ব্যারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে তাদের৷ দুপুর ৩টে থেকে শুরু খেলা৷ মোহনবাগান নামছে ২ জুলাই৷ ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর ৩টে থেকে তারা খেলবে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে৷ মোহনবাগান প্রথম রাউন্ড এবং ইস্টবেঙ্গল দ্বিতীয় রাউন্ডে ‘বাই’ পেয়েছে৷ তবে সবার আগ্রহ রয়েছে কলকাতা ডার্বি নিয়ে৷ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান গত চার বছর কলকাতা লিগে একে অপরের বিরুদ্ধে খেলেনি৷ সেই ম্যাচ রয়েছে ১৩ জুলাই৷ তবে কোথায়, কখন থেকে খেলা শুরু তা এখনও জানানো হয়নি৷ উদ্বোধনী অনুষ্ঠানের দিন পারফর্ম করার কথা সুরকার এবং গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়ের৷ সেই সঙ্গে নাচের অনুষ্ঠানও থাকছে৷ ময়দানের হয়ে নীরবে কাজ করে চলা মানুষদের সংবর্ধনা জানাতে পারে আইএফএ৷ এ ছাড়া, গত বার ম্যাচ গড়াপেটায় নাম জড়িয়েছিল উয়াড়ি এবং টালিগঞ্জের৷ তাদের আপাতত ১ লাখ টাকা জরিমানার বিনিময়ে খেলার অনুমতি দেওয়া হয়েছে৷ মহমেডানের ম্যাচ: উয়াড়ি (২৫ জুন), খিদিরপুর (১ জুলাই), কালীঘাট (৫ জুলাই), আর্মি রেড (৯ জুলাই), সাদার্ন সমিতি (১৪ জুলাই), ইউনাইটেড স্পোর্টস (২০ জুলাই), পাঠচক্র (২৫ জুলাই)৷

ইস্টবেঙ্গলের ম্যাচ: টালিগঞ্জ (৩০ জুন), জর্জ টেলিগ্রাফ (৭ জুলাই), মোহনবাগান (১৩ জুলাই), ক্যালকাটা কাস্টমস (১৬ জুলাই), রেলওয়ে (২২ জুলাই), পুলিশ অ্যাথলেটিক (২৬ জুলাই)৷ মোহনবাগানের ম্যাচ: ভবানীপুর (২ জুলাই), রেনবো (৬ জুলাই), ইস্টবেঙ্গল (১৩ জুলাই), পিয়ারলেস (১৮ জুলাই), কলকাতা পুলিশ (২৩ জুলাই)৷