কলকাতার কপালে বরাদ্দ ৪০কোটি টাকা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১০০ দিনের কাজ সহ বিভিন্ন খাতে বছরের পর বছর রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র নানা অজুহাতে৷ বিরোধীরা যতই পশ্চিমবঙ্গ সরকারের নিন্দা করুক কেন্দ্রীয় সরকারেই বিভিন্ন দফতর রাজ্য সরকারের কাজের প্রশংসা করতে বাধ্য হয়েছে৷ এবার কলকাতা পুরসভার ‘অম্রুত’ প্রকল্পে সফলতার জন্য পুরসভাকে ৪০ কোটি টাকা উৎসাহ ভাতা দিয়েছে কেন্দ্রের মোদি সরকার৷ মূলত পানীয় জল সরবরাহ ও নিকাশির কাজে সফলতার বিভাগেই ২০ কোটি করে টাকা দেওয়া হয়৷ পুরসভার পক্ষ থেকে জানান হয় বিভিন্ন রাস্তায় জমা জলের সমস্যা মেটাতে, মাটির নীচের নিকাশি নালার পলি তুলতে ইত্যাদি মোট ১১টি প্রকল্পের কাজ হবে এই টাকায়৷ পুরসভার এক শীর্ষ কর্র্ত জানান---পুরসভার বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখার পর কেন্দ্রীয় সরকার কলকাতা পুরসভাকে এই স্বীকৃতি দিয়েছে৷