সারা দেশ, বিশেষ করে গ্রামাঞ্চলে যখন অধিকাংশ পরিবার দারিদ্র্যের অন্ধকারে হা-হুতাশ করছে, অন্ন চিন্তা চমৎকারা, তখন অন্যদিকে কলকাতা মহানগরীতে দুর্র্গেৎসবের প্রচন্ড উল্লাস৷ জলের মত অর্থ খরচ করেছেন পূজো কমিটিগুলি৷
সমীক্ষকরা জানাচ্ছেন, এবার কলকাতা মহানগরীতে দুর্র্গেৎসবে মোট প্রায় ১২৩ কোটি টাকা ব্যয় হবে৷ শহরে এবার পূজো হচ্ছে প্রায় ৪ হাজার প্যান্ডেলে৷ সমীক্ষায় জানাগেছে সবচেয়ে৷ বেশি টাকা ব্যয় করে যে সমস্ত পূজা কমিটি তাদের মধ্যে শীর্ষস্থানীয় ৭৭ টি পূজা কমিটি ২০কোটি টাকা খরচ করবে৷ অন্যেরা খরচ করবে বাকি ১০৩ কোটি টাকা৷
এর মধ্যে ৭০ টি পূজা কমিটির পূজার বাজেট ৭০ লক্ষ বা যার ওপর৷ তারপরের ধাপের ১০টি পূজা কমিটির বাজেট ৪০লাখ করে৷ ২০ টি পূজা কমিটির বাজেট প্রায় ৩০ লাখ, টাকা ৪৩ টি পূজা কমিটির বাজেট রয়েছে প্রায় ১৫ লাখ টাকা করে৷ পরের ধাপের ১,০০০ পূজা কমিটির বাজেট ৭ লক্ষ টাকা৷ এমন পূজা কমিটিও আছে যার বাজেট ১ কোটি টাকা৷
গতবারের চেয়ে এবারে গড়ে ৩০ শতাংশ বেশি বাজেট বেড়েছে বলে পূজা কমিটিগুলি জানিয়েছেন৷