কলকাতায় এবার পরিবেশ বান্ধব সোলার ট্রি

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কলকাতা শহরের সৌন্দর্যায়নে পরিবেশ বান্ধব সোলার ট্রি বসতে চলেছে৷ গাছের  মতোই দেখতে এই ট্রি৷ সন্ধ্যা হলেই ওই গাছের পাতার ওপরই জলবে আলো৷ পরিবেশ বান্ধব এই সৌর আলো ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন বাড়বে নগরের সৌন্দর্য তেমনি সাশ্রয় হবে বিদ্যুৎ৷ কলকাতা পুরসভাসূত্রে প্রাপ্ত খবর এমনটাই৷ সোলারট্রি অনেকটা ব্যাণ্ডের ছাতার মতো দেখতে৷ স্টিল ও ফাইবারে তৈরী এই গাছের নীচে বসানো থাকবে একটি যন্ত্র৷ ওই যন্ত্রের সাহায্যেই যখন যে দিকে সূর্যের আলো থাকবে৷ সেদিক থেকেই গাছের পাতায় থাকা প্যানেল তাপ সংগ্রহ করে সৌরবিদ্যুৎ তৈরী করতে পারবে৷