কলকাতায় জলসত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতাসহ গোটা রাজ্যে চলছে তাপপ্রবাহ৷ সকাল ৯টার পরই রাস্তায় বেরনো অসম্ভব হয়ে পড়ে৷ তবুও মানুষকে পথে বেরোতেই হয় নানা কাজে৷ পথ চলতি তাপ-ক্লান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে বলান্টিয়ার্স সোসাল সার্বিস ও গার্লস বলান্টিয়ার্সের কর্মীরা গত ১লা বৈশাখ থেকে প্রত্যহ বেলা ১০টা থেকে অপরাহ্ণ ৪টা পর্যন্ত পূর্ব কলকাতায় আনন্দপুর থানা এলাকায় পথ চলতি মানুষের হাতে ঠাণ্ডা পানীয় জল তুলে দিচ্ছেন৷