কোভিড বিতর্ক!

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কোভিড পরিস্থিতিতে নির্বাচন নিয়ে বিতর্ক চলছেই৷ সরকার পক্ষ নির্বাচন চাইলেও এই মুহূর্তে বিরোধীরা নির্বাচন বন্ধ রাখার পক্ষে৷ ২০২১-এর বিধানসভা নির্বাচন ৮ দফায় হয়েছিল করোনার দ্বিতীয় ঢেউ এর চূড়ান্ত পর্বে৷ বিরোধীরা বার বার দফা কমিয়ে আনার আবেদন করেছিল৷ বিরোধীদের আবেদনে কান দেয়নি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় শাসক দল৷

২০২০-এর মার্চ মাসে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন পুরসভার  ভোট স্থগিত রেখেছিল কোভিড পরিস্থিতির কারণ দেখিয়ে৷ বিরোধীরা সেই সময় নির্বাচন করার পক্ষেই ছিলেন৷ এবার উল্টোপথে শাসক ও বিরোধীরা৷ ভয়াবহ কোভিড পরিস্থিতির মধ্যেই পুরনির্বাচন করতে অনড় রাজ্য সরকার ও রাজ্য নির্র্বচন কমিশন৷ বিরোধী পক্ষ অবশ্য ভোট বন্ধ রাখার  পক্ষে৷ তাদের বক্তব্য ২০২০-এর মার্চে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না৷ সেই সময় যদি করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত রাখা যায়, তাহলে এখন কেন নির্বাচন করার জন্য এত হুড়োহুড়ি৷

কোভিড বিতর্কে জড়িয়ে সাগর মেলা এখন আদালতের দ্বারস্থ৷ ৬ই জানুয়ারী হাইকোর্ট শুনানি শেষ হলেও রায় স্থগিত রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ প্রধান বিচারপতির কথায় পরিস্থিতি আরও পর্যালোচনা করে রায় দেওয়া হবে৷