কোচবিহারে ‘আমরা বাঙালী’র সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই নভেম্বর কোচবিহার জেলা ত্রিবার্ষিক সম্মেলন মাথাভাঙ্গা নজরুল ভবনে অনুষ্ঠিত হয়৷ দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জেলা সম্মেলনের  সূচনা করেন কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা৷ সূচনায়  ‘বাঙলা আমার দেশ’ প্রভাতসঙ্গীতটি সমবেতভাবে পরিবেশিত হয়৷

সম্মেলনের শুরুতে বিদায়ী জেলা সচিব প্রসুন কুমার রায় বিগত দিনের জেলার কাজের  প্রতিবেদন পেশ করেন৷ সম্মেলনে বক্তব্য রাখেন জ্যোতিবিকাশ সিন্‌হা, কেন্দ্রীয় সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ, কেন্দ্রীয় সদস্য মোহন লাল অধিকারী, শেখর সাহা, নরেশ রায় প্রমুখ৷ তাছাড়া বক্তব্য রাখেন  জীবন সাহা, বাবলা দেব, সুনীল প্রামাণিক, পরিমল চন্দ্র বর্মন, হরিদাস মোদক, সচিন বর্মন, কমল বর্মন প্রমুখ৷ ১৭ জন সদস্য সদস্যা বিশিষ্ট জেলা কমিটি ঘটিত হয়৷ সর্বসম্মতভাবে রতন বর্মন জেলা সচিব মনোনীত হয়৷ সম্মেলনে সভাপতিত্ব করেন নৃপেন্দ্রনাথ বর্মন৷ সম্মেলনের শেষে মাথাভাঙ্গা নজরুল মঞ্চের সামনে একটি পথসভার আয়োজন করা হয়৷ উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব জ্যোতিবিকাশ সিনহা, জয়ন্ত দাশ,মোহন লাল অধিকারী, বাবলা দেব, রতন বর্মন, সুনীল প্রামাণিক, পরিমল চন্দ্র বর্মন, হরিদাস মোদক, নৃপেন্দ্র নাথ বর্মন প্রমুখ৷