কোচবিহারে প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১, ১২, ১৩ই আগষ্ট কোচবিহার নিউটাউনে আনন্দমার্গ স্কুলে তিনদিনের প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়৷ জেলার বিভিন্ন প্রান্তের প্রাউটিষ্ট কর্মীরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন৷ শিবিরে প্রশিক্ষক ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি প্রগতিশীল উপযোগ তত্ত্বের পঞ্চমৌলিক সিদ্ধান্ত, প্রাউট ও নব্যমানবতাবাদ ও সদ্‌বিপ্রের নেতৃত্ব বিষয়ে আলোচনা করেন৷ তাঁর আলোচনায় জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক তিনস্তরের সম্পদের যথার্থ উপযোগ ও যুক্তিসম্মত বন্টনের কথা বলা হয়---যাতে সমাজের সকল শ্রেণীর মানুষের সার্বিক কল্যাণ হয়৷ আলোচনা শেষ প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের  কেন্দ্রীয় সাংঘটনিক সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত জেলার কর্মীদের নিয়ে সাংঘটনিক পর্যালোচনা করেন ও প্রাউটের আদর্শ জেলার প্রতিটি গ্রামে পৌঁছে দেবার পরিকল্পনা নেওয়া হয়৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন আচার্য সুপ্রভানন্দ অবধূত৷

তিনি বলেন---পুঁজিবাদ নির্ভর অর্থনীতির আজ দিশাহীন অবস্থা৷ বর্তমান সমাজের সর্বস্তরে যে চরম অবক্ষয় তারমূলেও আছে পুঁজিবাদী শোষণ৷ এই অবস্থায় বিপর্যয় রুখতে হলে প্রাউটের পথেই হাঁটতে হবে৷ দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও অর্থনীতিবিদরা যত দ্রুত এটা বুঝবে তাতেই দেশের মঙ্গল হবে৷