সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৬-২৮শে নভেম্বর কোচবিহার জেলার খাগড়াবাড়ি আনন্দমার্গ স্কুলে এক সাধনা শিবিরের আয়োজন করা হয়েছিল৷ উক্ত সাধনা শিবিরে আনন্দমার্গের যোগ সাধনা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে ও বর্তমান সামাজিক পরিস্থিতিতে যোগ সাধনা অনুশীলনের প্রয়োজন ও গুরুত্ব বিষয়ে আলোচনা করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত,আচার্য বিকাশানন্দ অবধূত, আচার্য সুতীর্থানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ করুণা আচার্যা৷
তিনদিনব্যাপী এই সাধনা শিবিরে জেলার বিভিন্ন প্রান্তে মার্গী ভাই বোনেরা উপস্থিত হয়েছিলেন৷ তারা প্রশিক্ষকদের সাধনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনায় উজ্জিবিত হন৷ এই শিবিরের আয়োজন করেছিলেন জেলার ভুক্তিপ্রধান বাসুদেব মল্লিক ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই-বোনেরা৷