কোয়ার্টার ফাইনালে চলে গেলেন টেনিস তারকা কার্র্লেস আলকারাজ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত সোমবার ম্যাত্তিও আর্নাল্ডিকে পরাজিত করে যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন টেনিস তারকা কার্লোস আলকারাজ৷ শেষ আটের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ জার্র্মনির আলেকজান্ডার জেরেভ৷ উইম্বলডন জয়ের পর স্প্যানিশ তারকার সামনে ফ্ল্যাশিং মিডো জয়ের হাতছানি৷ তবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আলকারাজের শক্ত গাঁট জেরেভ৷ এর আগে গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে একবারই দুই তারকা মুখোমুখি হয়েছিলেন৷ সেটা ছিল গত মরসুমের ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল৷ সেবার জার্মান টেনিস তারকা শেষ হাসি হেসে কোর্ট ছাড়েন৷ এছাড়াও শেষ পাঁচ সাক্ষাতে পাল্লা ভারী জেরেভেরই৷ তবে ফাইনাল থেক দু’কদম দূরে দাঁড়িয়ে পরিসংখ্যান ও প্রতিপক্ষ নিয়ে ভাবতে নারাজ স্প্যানিশ তারকা৷ শেষ আটের টিকিট নিশ্চিত হওয়ার পরেই তিনি বলেছেন, শিরোপা ধরে রাখার চাপ বা প্রতিপক্ষ নিয়ে আমি মাথা ঘামাই না৷ না এই মূহূর্তে টেনিস উপভোগ করছি আর সেটাই দরকার৷ জেরেভের চ্যালেঞ্জ টপকানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে৷ অন্যদিকে, শেষ আটের ছাড়পত্র আদায় করে নিলেন ডানিল মেডভেডেভ৷ অ্যালেক্স ডি ম্যানিউরকে চার সেটের লড়াইয়ে হারালেন তিনি খেলার ফল ২-৬,৬-৪,৬-১,৬-২৷