করোনা---সংক্রমণ বাড়লেও সুস্থতার হার স্বস্তি দিচ্ছে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

করোনার রাশ টেনে ধরা এখনও সম্ভব হয়নি৷ প্রতিদিনই সংক্রমণ বৃদ্ধি রেকর্ড করছে৷ চিকিৎসা বিজ্ঞান এখনও কোনো আশার কথা শোনাতে পারছে না৷ তবে ভারতসহ বিভিন্ন দেশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে৷ ভারতে করোনা ভ্যাকসিন আবিস্কারও হয়েছে, তবে তার এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা বাকী আছে৷

করোনা সংক্রমণ বৃদ্ধিতে পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই৷ কলকাতা সহ বিভিন্ন জেলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে৷ সবথেকে খারাপ অবস্থা কলকাতার৷ এরপরই উত্তর২৪ পরগণা ও হাওড়া৷ তবে আশা জোগাচ্ছে সুস্থতার হার৷ করোনা সংক্রমণের সঙ্গেই পাল্লা দিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসছে বহু করোনা রোগী৷ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৬৫ শতাংশের বেশী৷ ১লা জুলাই পর্যন্ত  রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৭০ জন, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬১১ জন, সুস্থ হয়েছেন ৩৯৮ জন৷ সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ৷ আজ পর্যন্ত মোট সক্রিয় আক্রান্ত ৫,৯৫৯ জন৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৮৩ জন৷ গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৫ জন৷ ৬৮৩ জনের মধ্যে কো-মর্বিডিটির কারণে মারা গেছেন ৫২১জন৷