করোনার কোপ কি আবার ফিরে আসছে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

করোনার দৈনিক গ্রাফ ২০০’র অনেক নীচে নেমে গিয়েছিল, শেষ কয়দিন ধীর গতিতে হলেও একটু একটু বাড়ছে সংক্রমণ৷ কেরল, মহারাষ্ট্র, পঞ্জাব মধ্যপ্রদেশে সংক্রমণ নূতন করে বাড়ছে৷ কেরল মহারাষ্ট্রের সঙ্গে বাঙলার যোগাযোগ অনেক বেশী৷ এই অবস্থায় সংক্রমণ রুখতে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা থেকে আসা যাত্রীদের বিমানে চাপার ৭২ ঘন্টা আগের করা করোনা নেগেটিভ রিপোর্ট দেখতে হবে৷ এমনই নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার আগামী ২৭শে ফেব্রুয়ারী থেকে এই নিময় কার্যকর হবে৷  অসামরিক বিমান পরিবহন দপ্তরে এই মর্মে চিঠিও দিয়েছে রাজ্য সরকার৷