কর্পোরেট সরকার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মোদি সরকারের শ্লোগান---সবকা সাথ সব্‌কা বিকাশ, কিন্তু সরকার যখন কর্পোরেটএর কর্তাদের হাতে যায়--- তখন সেই সরকার সব্‌কা বিকাশ নয় ধনির মুনাফা নিয়ে পরিকল্পনা গড়বে৷

খবরে প্রকাশ মোদি সরকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে কর্পোরেট কর্তাদের নিয়োগ করবে৷ অবিলম্বে সরকারী সংস্থার ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, চেয়ারম্যান, সচিব প্রভৃতি পদে কর্পোরেট কর্তাদের নিয়োগ করা হবে৷ বিরোধীদের মতে শাসক বণিকের এই সমন্বয় গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক হতে পারে৷ মোদি সরকার জনগণের নয়, কর্পোরেট সরকার৷