কর্ষক আন্দোলনের কাছে মাথা নত - তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত

সংবাদদাতা
পি.এন.এ .
সময়

গুরু নানকের জন্মদিনে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করলেন কেন্দ্রীয় সরকার৷ দীর্ঘ একবৎসর কাল তিন কৃষি আইনের বিরুদ্ধে কর্ষকরা আন্দোলন করে চলেছে৷ ছ’শোর মতো কর্ষক প্রাণবলি দিয়েছে এই আন্দোলনে৷ কোনকিছুতেই কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে নড়াতে পারেনি৷ হঠাৎ করে গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নাটকীয়ভাবে ঘোষণা করলেন কর্ষক আইন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা৷ কর্ষক আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল পঞ্জাব ও হরিয়ানা৷ উত্তরপ্রদেশেও এর প্রভাব পড়েছিল৷ দেশ জুড়ে কর্ষকরা কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছিল৷ সাম্প্রতিক পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের বিধানসভা লোকসভার উপনির্র্বচনে বিজেপির ফল খারাপ হয়েছে৷ ২৩ কোটি টাকা খরচা করেও মোদীর সভায় উত্তর প্রদেশের আশানুরূপ জনসমাগম হয়েনি৷ স্বভাবতই আর কয়েকমাস পরেই কয়েকটি রাজ্য বিধানসভা নির্র্বচনে পরাজয়ের আতঙ্ক বিজেপিকে গ্রাস করেছে৷ বিরোধীদের মত সেই কারণেই প্রধানমন্ত্রী তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন৷ প্রধানমন্ত্রী কর্ষকদের কাছে ক্ষমা চেয়ে কর্ষকদের কৃষি কাজে নেমে পড়ার আবেদন জানিয়েছেন৷

বিরোধীদের বক্তব্য কর্ষকদের প্রতি সহানুভূতি নয়, সামনে বিধানসভা নির্বাচনে হারের ইঙ্গিত পেয়ে প্রধানমন্ত্রী কর্ষক আইন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন৷ কিন্তু যে ছয় শত কর্ষক জীবন দিয়েছেন কর্ষক আন্দোলনে তার দায়িত্ব কে নেবে?