কর্ষকদের পাশে রাজ্যপাল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

রাজ্যপাল পদে নিয়োগ কেন্দ্রীয় শাসকদলের মনমত ব্যষ্টিরাই হয়ে থাকেন৷ তাই রাজ্যপালরাও কেন্দ্রের অনুগত হয়ে থাকেন৷ এ ব্যাপারে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল তো নজির সৃষ্টি করেছেন৷ তবে অন্য নজির সৃষ্টি করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক৷ একটি বেসরকারী দুরদর্শন চ্যানেলে সাক্ষ্যাৎকারে শ্রী মালিক কর্ষকদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন আছে বলে তিনি জানান৷ তিনি বলেন--- তাঁকে যদি রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়াও হয় তবুও তিনি কর্ষকদের পাশে থেকে তাঁদের স্বার্থে কথা বলে যাবেন৷ মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন একটা কুকুর মরলেও মানুষ শোক জানায়৷ ২৫০ জন কর্ষকের মৃত্যু হল, সরকারের পক্ষ থেকে কেউ দুঃখ প্রকাশ করলেন না৷ তিনি জানান রাজ্যপাল পদ থেকে সরিয়ে দিলেও তিনি কর্ষকদের স্বার্থে কথা বলে যাবেন৷