কৃষিতে প্রথম বাঙলা চারে গুজরাত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

করোনার দাপট,প্রাকৃতিক দুর্র্যেগের মত প্রতিকুল পরিস্থিতির মধ্যেও উত্তর প্রদেশ, গুজরাতকে পিছনে ফেলে কৃষিপণ্য উৎপাদনে বাঙলা দেশের মধ্যে সেরা৷  কেন্দ্রীয় কৃষিমন্ত্রক দেশে কৃষিপণ্য উৎপাদনে সেরা ১০টি রাজ্যের তালিকা প্রকাশ করেছে৷ এই তালিকায় প্রথম স্থানেই পশ্চিমবঙ্গের নাম৷ দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ ও গুজরাত৷ তৃতীয় স্থানে আছে পঞ্জাব৷

একাধিক ঘুর্ণিঝড়, অতিবৃষ্টি, বন্যার মত প্রাকৃতিক দুর্র্যেগ ও করোনার দাপটের মত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়ে এই সাফল্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খুব খুশী৷  সবজি উৎপাদনে উত্তর প্রদেশ কে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে বাঙলা৷ এছাড়া, ধান, পাট, তিল, তামাক, আলু, আনারস, কমলা পেয়ারা প্রভৃতি উৎপাদনে বাঙলা যথেষ্ট সফল হয়েছে৷ কৃষিবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে রাজ্যসরকারের জনমুখী নীতি যেমন কৃষিজমির খাজনা মুকুব, বিনামূল্যে শস্য বিমা, কৃষক পেনসনের মত প্রকল্পগুলির সফল বাস্তবায়নের ফলেই রাজ্যসরকারের এই সাফল্য এসেছে৷