কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলে নীলকন্ঠ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া ভুক্তি-কমিটির সদস্য-সদস্যা সহজেলার  সব দাদা-দিদির অকুন্ঠ সহযোগিতায় কৃষ্ণনগর শহরে ঘূর্ণী শ্যাঁকড়া পাড়া আনন্দমার্গ স্কুলে তিন শতাধিক ভক্তের উপস্থিতিতে সাড়ম্বরে পালিত হল ‘‘নীলকন্ঠ দিবস’’ ওই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ভক্তবৃন্দ অনুষ্ঠান অঙ্গনে উপস্থিত হতে থাকেন৷ অবধূতিকা আনন্দ বিভূকনা আচার্যা, অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা, মিঠু মুখার্জী, অনুপ্রিয়া দেব, তৃণা পাল, বৃন্দাবন বিশ্বাস, কৌশিক সরকার প্রমুখের পরিবেশনায় প্রভাত সঙ্গীত ও পরে এঁদের পরিচালনা সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবা নাম কেবলম্‌’’ অখণ্ড কীর্ত্তনের মধুর সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায়ের পরে অনুষ্ঠানে ভক্তবৃন্দের সমীপে ‘‘নীলকন্ঠ  দিবস’’ এর তাৎপর্য বিশ্লেষন করতে আলোচনায় অংশগ্রহণ করে বিশিষ্ট আনন্দ মার্গী ডাঃ বৃন্দাবন বিশ্বাস, ‘সাধনা ও ‘যম-নিয়ম’ বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত, পরমারাধ্য মার্গগুরুদেব বাবা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর সাথে ভক্তবৃন্দের নানান লীলা -মধুর গল্প নিয়ে আলোচনায় অংশগ্রহণ  করেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রীগৌরাঙ্গ ভট্টাচার্য৷ অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তবৃন্দকে নারায়ণ সেবায় আপ্যায়িত করেন আনন্দ মণ্ডল, আনন্দবিশ্বাস, সনৎ মৃধা, ঝর্ণা, লক্ষ্মী মণ্ডল প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যা৷