কৃষ্ণনগর শ্যাঁকড়া পাড়া আনন্দমার্গ সুকলে বিজয়া উৎসব ও কীর্ত্তন দিবস পালিত হল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উৎসাহ  উদ্দীপনার মধ্যে দিয়ে কৃষ্ণনগর শ্যাঁকড়া পাড়া  আনন্দমার্গ সুকলে ৮ই অক্টোবর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত  কীর্ত্তন দিবস-উপলক্ষে মানবমুক্তির  মহামন্ত্র ৰাৰা নাম কেবলম্-অখন্ড সংকীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত  ও কীর্ত্তন পরিচালনা করেন  অবধূতিকা মনোময়া আচার্যা, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, ব্রহ্মচারিণী জয়তি আচার্র্য, ব্রহ্মচারিণী রত্নদীপা আচার্যা ও আলপনা মন্ডল প্রমুখ৷ এরপর মিলিত সাধনা, গুরুপূজা হয়, স্বাধ্যায় করেন শ্রী বৃন্দাবন বিশ্বাস৷ বিজয় উৎসব-সম্পর্কে বক্তব্য রাখেন  শ্রী মনোরঞ্জন বিশ্বাস৷ আনন্দমার্গের শিক্ষা বিষয়ে বক্তব্য রাখেন  আনন্দমার্গের অন্যতম সন্ন্যাসী আচার্য চিরগতানন্দ অবধূত৷ কীর্ত্তন দিবস এর তাৎপর্য ব্যাখ্যা করেন শ্রী গৌরা৷ ভট্টাচার্য৷ এরপর সুকলের ছাত্র-ছাত্রা কর্তৃক সাংসৃকতিক অনুষ্ঠানে  ছড়া, আবৃত্তি প্রভাত সঙ্গীত  ও প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য উপস্থিত সকলকে মুগ্দ করে৷ বিদ্যালয়ের অভিভাবক ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আনন্দমার্গীর উপস্থিতি ছিল  চার শতাধিকের বেশী৷ সবশেষে উপস্থিত সকলকে নারায়ণসেবায় আপ্যায়িত করেন সুকলে অধ্যক্ষা ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্যা৷

সাংসৃকতিক অনুষ্ঠানটি  পরিচালনা করেন মিঠু মুখার্জী৷