কৃষ্ণনগরে আনন্দমার্গ স্কুলে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৩রা অক্টোবর,২১ নদীয়ার এলাঙ্গী গ্রামের আনন্দমার্গ স্কুলে সেমিনার অনুষ্ঠিত হয়৷ উক্ত সেমিনারে স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাই বোনেরা উপস্থিত ছিলেন৷ ‘ৰাৰা নাম কেবলম্‌’ মহানাম কীর্ত্তন ও মিলিত সাধনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়৷ সেমিনারের ব্যবস্থাপক ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ডাক্তার বৃন্দাবন বিশ্বাস৷ তাঁকে সহযোগিতা করেন ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যা ও আভা দেব৷

প্রবীন আনন্দমার্গী শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য আনন্দমার্গের লক্ষ্য ও উদ্দেশ্য, মানব জীবনে তাঁর প্রয়োগ কীভাবে সম্ভব   সেই বিষয়ের ওপর আলোকপাত করেন৷ ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত আলোচনা করেন---মানুষের জীবনে সাধনা কতটা গুরুত্বপূর্ণ৷ ডঃ বৃন্দাবন বিশ্বাস আনন্দমার্গের প্রতিষ্ঠা কীভাবে হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ দেন৷