৩০,৩১শে মার্চ ২০২৪ মহা উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সৌম্য সুন্দরানন্দ অবধূত দাদার নেতৃত্ত্বে ও নদীয়া জেলা ভুক্তি কমিটির সদস্যবৃন্দ তথা নদীয়া জেলার সমস্ত দাদা দিদির অকুন্ঠ সহযোগীতায় ৩০শে মার্চ ২০২৪ শনিবার সকাল ৯টা ৩০মিঃ থেকে বেলা ১২টা ৩০মিঃ পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র বাবা নাম কেবলম অখন্ড সঙ্কীর্তন শেষে মিলিত সাধনা, গুরুপুজা,ও স্বাধ্যায়র মধ্যে দিয়ে সেমিনারের শুভ সুচনা করা হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে পরমারাধ্য মার্গগুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান করে আসন গ্রহন করেন সেমিনারের প্রধান প্রশিক্ষক আচার্য নির্মল শিবানন্দ অবধুত প্রবীন সন্ন্যাসী আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও নদীয়া জেলার সাধারন ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ অতিথি বৃন্দকে পুষ্প স্তবকে বরণ করার পর উলুধবনী ও শঙ্কধবনীর মধ্যে দিয়ে আচার্য নির্মল শিবানন্দ অবধুত মোমবাতি প্রজ্জ্বলন করে পরমারাধ্য মার্গগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিক ভাবে সেমিনারের শুভ সূচনা করেন৷ উক্ত তিন জন অতিথি সেমিনারের উদ্যেশ্য সম্পর্কে অবহিত করেন৷
মধ্যাহ্ণ ভোজনের অব্যবহিত পরে অপরাহ্ণ ৫টা ৩০ মিঃ পর্যন্ত পরপর দুটি বিষয়ের ওপর আলোচনায় অংশ গ্রহন করেন আচার্য নির্মল শিবানন্দ অবধুত ও আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ অনুরুপ ভাবে ৩১/০৩/২৪ সকাল ১০টা ৩০মিঃ থেকে ১টা ৫০মিঃ পর্যন্ত পর পর দুটি বিষয়ের ওপর আলোচনায় অংশ গ্রহন করেন উক্ত দুজন দাদা৷ এরপর সংক্ষিপ্ত সাঘটনিক আলোচনা হয়৷ ব্লক লেবেল সেমিনার সমুহের তারিখ--- অর্গানাইজারের নাম ও ট্রেইনারদের নাম ঘোষণা করেন ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷
প্রতিদিন গুরুসকাশ পাঞ্চজন্য সকালসন্ধা ভজন কীর্ত্তন-মিলিত সাধনা হয়েছে৷ সেমিনারে আলোচনার বিষয় ছিল---(১) আদর্শমানুষের জীবনচর্যা কেমন হওয়া উচিত --- (২) প্রত্যাহার যোগ ও পরমা গতি--- (৩) বুদ্ধির মুক্তি (৪) পাপস্য কারণত্রয়ম মধ্যাহ্ণ ভোজনের পর সেমিনারের সমাপ্তি হয়৷