কৃষ্ণনগরে নীলকন্ঠ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই ফেব্রুয়ারী ২০২৩ রবিবার মহা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শতাধিক ভক্তের উপস্থিতিতে নদীয়া জেলার কৃষ্ণনগরস্থ ঘূর্ণীতে অবস্থিত মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বাসভবন ‘‘মধূপর্ণা’’য় বেলা ৯টা থেকে ১২টা পর্যন্ত নীলকন্ঠ দিবস উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত ও মানব মুক্তির মহামন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা গুরুপূজা ও ধর্মশাস্ত্র পাঠ করা হয়৷ নীলকন্ঠ দিবসের ঐতিহাসিক তথ্যের তাৎপর্য ব্যাখ্যা করেন অংশগ্রহণকারী আনন্দমার্গের তরুণ সদস্য ডাঃ বিবেকজ্যোতি সরকার, শ্রীস্মরজিৎ মণ্ডল ও বিশিষ্ট শিক্ষাব্রতী শ্রীমনোরঞ্জন বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷ অনুষ্ঠান শেষে নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ কাঁচড়া পাড়া ঃ ১২ই ফেব্রুয়ারী ২০২৩ রবিবার ২৪পরগণা জেলার কাঁচড়া পাড়া স্থিত শহীদ নগরে বিশিষ্ট মার্গী শ্রীশান্তিরঞ্জন মণ্ডল মহাশয়ের বাসগৃহে  বেলা ১০টা থেকে ১টা পর্যন্ত নীলকন্ঠ দিবস উপলক্ষ্যে প্রভাত সঙ্গীত ও মানব মুক্তির মহামন্ত্র ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা গুরুপূজা হয়৷  নীলকন্ঠ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন অংশগ্রহণকারী আনন্দমার্গের প্রবীন সদস্য গৌরাঙ্গ ভট্টাচার্য প্রমুখ৷ অনুষ্ঠান শেষে নারায়ণ সেবার আয়োজন করা হয়৷