গত ১০ই সেপ্ঢেম্বর,২৩ শতাধিক প্রতিযোগীর উপস্থিতিতে নদীয়া জেলার ভুক্তি কমিটির উদ্যোগে ও রেনেশাঁ আর্টিষ্ট অ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের নদীয়া জেলা শাখা আয়োজিত শ্রীপ্রভাতরঞ্জন সরকার যিনি ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নামে চিরপ্রণম্য, তারই রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীত আধারিত সঙ্গীত,নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কৃষ্ণনগরে৷
কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বগানন্দ অবধূত, নদীয়া ভুক্তি কমিটির শিক্ষাসচিব শ্রী অনিল চন্দ্র বিশ্বাস ও বিচারক মণ্ডলীর উপস্থিতিতে একটি মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিযোগিতার শুভারম্ভ হয়৷ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন মঞ্চে উপবিষ্ট অতিথিবর্গ প্রতিযোগিতার বিচারক মণ্ডলী ও (কৃষ্ণনগর ডায়োসিস সচিব) আচার্য বিশ্বগানন্দ অবধূত, (ডিটিএস কৃষ্ণনগর) ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, (ভুক্তিপ্রধান) ডাঃ বৃন্দাবন বিশ্বাস, (নদিয়া ভুক্তি কমিটির শিক্ষাসচিব) শ্রীনিল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ঠ শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস প্রমুখ৷
এছাড়াও পুরস্কার তুলে দেন গোরাচাঁদ দত্ত, আনন্দ মণ্ডল, গোবিন্দ বিশ্বাস, মনোতোষ মজুমদার, সুভাষ সরকার, গৌরাঙ্গ মল্লিক সুনীল বিশ্বাস প্রমুখ ছাড়া আরও অনেকে৷ সাংসৃকতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে কৃষ্ণনগর স্যাঁকড়াপাড়া আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণে৷